1.হজমে সহায়তা: গ্যাস, অম্বল ও পেট ব্যথা কমাতে লবঙ্গ উপকারী।
2.দাঁতের ব্যথা উপশম: লবঙ্গের তেল দাঁতের ব্যথা ও মুখের ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে।
3.ইমিউনিটি বৃদ্ধি: এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
4.শ্বাসযন্ত্রের সমস্যা উপশম: সর্দি-কাশি, কফ ও গলা ব্যথায় আরাম দেয়।
5.ব্যথা ও প্রদাহ কমায়: অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ শরীরের প্রদাহ কমাতে সহায়তা করে।